যশোরের অভয় নগর উপজেলায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

0
169

 

 

 

 

বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলা এলাকায় হত্যার হুমকি দাতাদের অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১ মার্চ গভীর রাতে তাদেরকে জেলা গোায়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি চৌকসদল তাদেরকে গ্রেফতার করে। আটককৃতরা হচ্ছে,ওই উপজেলার নাউলী আড়পাড়া গ্রামের গফফার গাজীর ছেলে সুলতান গাজী এবং একই গ্রামের মোসলেম আকুঞ্জির ছেলে ফুরকান আকুঞ্জি।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস শুক্রবার ১২ মার্চ  দুপুরে  সাংবাদিকদের জানান, সম্প্রতি অভয় নগর উপজেলার শুভরাড়া ইউপি সদস্য নুরআলী শেখের হত্যা মামলা তদন্তের জন্য ১১ মার্চ বৃহস্পতিবার অভয় নগরে যান। এ সময় নুরআলীর সহচর অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের হাসান আলী খানের ছেলে ফারুক খানকে মোবাইল ফোনে ইউপি সদস্য নূরআলীর মত হত্যার হুমকি দেয়। ডিবি পুলিশ মোবাইল নাম্বরের সূত্রধরে বৃহস্পতিবার গভীররাতে সুলতান গাজী ও ফুরকান আকুঞ্জিকে গ্রেফতার করে। এ সময় হুমকি দেয়া মোবাইল নম্বরসহ সেট উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তিতে একটি দেশী তৈরী শর্টগান, দু’টি রাম দা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ফারুক খানকে হুমকির কথা স্বীকার করেছেন। ইউপি সদস্য নুরআলী শেখ হত্যার সাথে তারা জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি’র অফিসার ইনচার্জ সোমেন দাশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here