শালিখা প্রতিনিধি
শালিখা শতখালী গ্রামের রসুল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাসের সাথে উপজেলার জুনারী গ্রামের রেজাউল করিম মোল্যার মেয়ে মল্লিকা খাতুনের এক ল টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হয় ২০১৯ সালের ১১ অক্টোবর।
বিয়ের সময় মল্লিকার পিতা ১ লাখ টাকার বিভিন্ন সাংসারিক মালামাল প্রদান করেন। বিয়ের কয়েক মাস পর থেকেই মুকুল যৌতুক বাবদ ১ লাখ টাকা দাবী করে মল্লিকাকে নানারুপ অত্যাচার করতে থাকে। এরই মধ্যে মল্লিকা গর্ভবর্তী হওয়ায় ভবিষ্যৎ সুখের আশায় সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে মুকুলের বাড়িতে থাকে।
গত ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুকুল যৌতুকের ১ লাখ টাকার দাবিতে গর্ভবর্তী মল্লিকাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।
গত ২০২০ সালে ২৫ ডিসেম্বর মুকুলের সাথে আপোষ মিমাংশার চেষ্টা করলেও ১ লাখ টাকা যৌতুক ছাড়া মুকুল মল্লিকাকে ঘরে নেবে না বলে জানাই।
মল্লিকা দেনমোহর ও খোরপোষ দাবী করলেও তাও দিতে অস্বীকার করে মুকুল। বাধ্য হয়ে মল্লিকা দেনমোহর ও খোরপোষের দাবীতে মুকুলকে আসামী করে মোকাম মাগুরার শালিখা পারিবারিক আদালতে (এফ,সি- ০১/২০২১) মামলা করে।