যশোর শহরের চারটি দোকানে গণচুরি সংঘঠিত

0
165

বিশেষ প্রতিনিধি

শহরের মোল্যাপাড়া মোড় ঢাকা রোড সংলগ্ন বেশ কয়েকটি দোকান গুলিতে গণচুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ইজিবাইক পার্টস এর দোকান, মুদী দোকান, জুয়েলার্স কাম মোবাইল ফেক্সি লোড দোকান, একটি মোবাইল ফেক্সি লোড দোকান হতে নগদ টাকাসহ ২লাখ ৬০ হাজার ৭শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ইজিবাইক পার্টসের দোকানের মালিক যশোর শহরের মোল্যাপাড়া মোড় ঢাকা রোড নওশের গাজীর ছেলে আব্দুল জলিল বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাত ১২ টার পর কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় তিনি বলেন, গত ৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় উক্ত এলাকার দোকানের মালিকেরা যে যার মতো বন্ধ করে বাড়িতে চলে যায়। ১০ মার্চ বুধবার সকাল ৬ টা বিভিন্ন মাধ্যমে তিনি সংবাদ পান যে, তার ইজিবাইকের পার্টস এর দোকানসহ পাশাপাশি আনোয়ার হোসেনের ফেক্সি লোড ও বিকাশ এজেন্ট দোকান, রবিন মল্লিকের সিটি গোল্ড জুয়েলারী কাম মোবাইল বিকার ফেক্সি লোডের দোকান, মজিবর হকের মুদির ষ্টেশনারী দোকানে সংঘবদ্ধ চোরেরা পর্যায়ক্রমে সার্টারের তালা খুলে ভিতরে ঢুকে নগদ টাকা বিভিন্ন মালামালসহ ২লাখ ৬০ হাজার ৭শ’ টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here