অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভা নির্বাচনে গত ৯ মার্চ থেকে মনোনয়ন সংগ্রহ চলছে। নির্বাচনে বিএনপি ও তার জোট দল ভোট বর্জন করলেও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সাবেক মেয়র রবিউল হোসেন মেয়র পদেও জন্য স্বতন্ত্র প্রার্থী হিবাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন দলের প্রাথী হিসাবে এইচ এম মহসিন মেয়র পদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আ.লীগের দলীয় প্রার্থী মনোনয়ন চুড়ান্ত না হওয়ায় মেয়র পদে মনোনয় পত্র সংগ্রহ কম হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এ ছাড়া আজ বৃহস্পতিবার ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী হিসাবে মনোনয় পত্র সংগ্রহ করেছেন এক নং ওয়ার্ড থেকে ৩ জন, দুই নং থেকে ১ জন, চার নং থেকে ২ জন, পাঁচ নং থেকে ২ জন, ছয় নং থেকে ৪ জন, সাত নং থেকে ১ জন, আট নং থেকে ২ জন ও নয় নং থেকে ২ জন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এক জন প্রাথী। এ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৫১ জন, সংরক্ষিত মহিলা আসনের ৯ জন ও মেয়র পদের জন্য ২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন। আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, প্রার্থীতা বাছাই ২৪ মার্চ।