সত্যপাঠ রিপোর্ট
বৃহস্পতিবার চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের এনামুল করিব (৩৫) নামে থ্রী হুইলার আলম সাদুর চালক সড়ক দূর্ঘটনায় গুরুতর যখম হয়ে বাম পা হারিয়েছেন। ঘটনাটি গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সিঞ্জেলি নামক এলাকার সড়কে এদূর্ঘটনাটি ঘটেছে। আহত এনামুল ফুলসারা গ্রামের রিজাউল ইসলামের ছেলে বলে জানাগেছে। এসময় আহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা যায় সকালে থ্রী হুইলার যান চালিয়ে চৌগাছার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলারে জোরালো আঘাত করে এতে ঘটনা স্থলেই শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়।