আ. সবুর আল-আমীন, কপিলমুনি
খুলনার পাইকগাছায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক শেখ আমজাদুর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। স্বর্গীয় রায় সাহেবের আধুনিক বিনোদগঞ্জ প্রতিষ্ঠার অসমাপ্ত কাজ করেছেন আমজাদুর রহমান। জনকল্যাণে তৈরী করেছেন একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম বিদ্যাপীঠ কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়। ১৯৮২ সালে ৩মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা হলরুমে এক আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা ছেলে শেখ আসাদুল রহমান পিয়ারুল সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রবীণ ব্যক্তিত্ব এরফান আলী মোড়ল, বিদ্যালয় প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক কবির আহমেদ, ফাজেল ডিগ্রী মাদ্াসা অধ্যক্ষ আব্দুস সাত্তার, কপিলমুনি কলেজে সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, আমিরুল ইসলাম সিরাজী ও বিদ্যাল পরিচলনা পরিষদের সদস্য আবু তালেব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসকাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, কপিলমুনি গুণিজন স্মৃতি সংসদের সভাপতি ও সাংবাদিক আ. সবুর আল-আমীন, স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী, বিদ্যালয়ের শিক্ষক, পরিচলনাা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।