লোহাগড়া প্রতিনিধি॥ দৈনিক ইনকিলাব পত্রিকার লোহাগড়া সংবাদদাতা অ্যাড. আব্দুল সালাম খানের মা মোসা. নিহারুন্নেছা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার বিকাল ৫টার দিকে লোহাগড়া পৌর এলাকায় তার ছেলের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহে ………. রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দির্ঘদিন ধরে হৃদ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমার নিজবাড়ি পৌরসভাধীন কুন্দশী গ্রামে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।