শালিখা প্রতিনিধি॥ মাগুরার শালিখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর আড়পাড়া উপশাখা উদ্বোধন করা হয়েছে বুধবার। ব্যাংকে অনুষ্ঠিত ভার্চুয়ালি উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী। উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম বাতেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, ব্যাংকের মাগুরা শাখা ব্যাবস্থাপক কামাল আহমেদ, যশোর খাজুরা বাজার শাখা ব্যাবস্থাপক জাহিদুল আলম কিবরিয়া, আড়পাড়া শাখা ব্যাবস্থাপক ওলিয়ার রহমান, ব্যবসায়ী হরসিত সাহা, শালিখা প্রেসকাবের স¤পাদক মন্ডলীর সদস্য হাবিবুল হক চৌধুরী, সোহাগ হাসান সন্ধি প্রমুখ।