অনলাইন ডেস্ক |

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ধর্মঘটে অংশ নেওয়া রেলের কর্মচারী ও শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
ইয়াঙ্গুনে রেলের কর্মচারী ও শ্রমিকরা যে এলাকায় থাকেন বুধবার সেখানে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। খবর রয়টার্সের
অভিযানের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ধর্মঘটকারী এক ব্যক্তি রয়টার্সকে বলেন, তারা সেখানে আতঙ্কে আছেন। তাদের যে কোনো সময় আটক করা হতে পারে।
এ দিকে ফেসবুক লাইভে ধর্মঘটকারীরা বলেছেন, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে গুলি করা হতে পারে।
সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই মিয়ানমারজুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।
বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া কঠোর পদক্ষেপে এ পর্যন্ত ৬০ জনের বেশি প্রতিবাদকারী নিহত ও এক হাজার ৮০০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর দেশটির বাণ্যিজিক রাজধানী ইয়াঙ্গুনে প্রতিদিন জান্তাবিরোধী বিক্ষোভ হচ্ছে। এ ছাড়া রাজধানী নেপিদো ও মান্দালয়েও বিক্ষোভ অব্যাহত রয়েছে।