মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়েয়র হাতে বড় ভাই ওসমান বক্স (৬০) নিহত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর কুলবাগান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান বক্স ওই গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে। এ ঘটনায় আহত অনন্ত ১২ জনকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রমজান ও মকছেদেকের অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কৃষি জমি নিয়ে বড় ভাই ওসমান ও ছোট ভাই খাদেম বক্সের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই খাদেম আলীর ধারালো দায়ের কোঁপে বড় ভাই ওসমান বক্স ঘটনাস্থলে মারা যান।
মহেশপুর থানার (ওসি) তদন্ত রাশেদুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।