মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেম্স ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায় কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা ১০ মার্চ যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলাটির জনপ্রিয়তা এবং হত গৌরব ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে যশোর জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় এবং সিটি প্লাজা যশোরের পৃষ্ঠপোষকতায় বুধবার ১০ মার্চ বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুরুষ কাবাডিতে খুলনা জেলা ও মহিলা কাবাডিতে নড়াইল জেলা দল চ্যাম্পিয়ন অর্জন করেন। উক্ত ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম ইয়াকুব আলী কবীরের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিটি প্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী, প্রেসকাব যশোরের সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, যশোর সিআইডি পুলিশ সুপার,পুলিশ সুপার খুলনা এর প্রতিনিধি,পুলিশ সুপার নড়াইল এর প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় যশোর জেলা পুলিশ যশোরের অন্যান্য পুলিশ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগন এব যশোর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। যশোর জেলা পুরুষ দল বনাম খুলনা জেলা পুরুষ দল ২১-৪৮ এবং যশোর জেলা মহিলা দল বনাম নড়াইল জেলা মহিলা দল ২২-৩৪ পয়েন্টে পরাজিত করে বিজয় অর্জন করেন। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি জনপ্রিয় করা এবং এ খেলার হারানো ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা। এই উদ্দেশ্যে খুলনা বিভাগের প্রতিটি জেলা থেকে খেলোয়াড় বাছাই করে প্রতিটি জেলা দল গঠন করা হয়।