মধুখালী প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে ফুলবাড়ী বৈশাখী মেলার মাঠে ঋষিদের পূজার সময় ও মেলার মাঠের লোকজন এবং পথচারী মানুষের পিপাসা সহ পানির অন্যান্য চাহিদা মেটানোর জন্য কামারখালী ইউনিয়নের সাবেক মহিলা সদস্যা নুরুন্নাহার বেগম, কামারখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গোলাম আলী, শ্রমিকনেতা হাশেম আলীর মোল্যার অনুরোধক্রমে মধুখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা কামারখালী বাজার রাব্বি বাপ্পি স্যানিটারী স্টোর থেকে ক্রয় করে ফুলবাড়ী পূজা ও মেলার মাঠে বুধবার একটি অগভীর নলকুপ বসালেন। আশা করা যায় পথচারী ও মেলা এবং পূজার লোকজন সহ অনেকের উপকার আসবে। জানা যায় তিনি নাঈম মোল্যার বাড়ীর সামনে ফুলবাড়ী ইসলামিয়া মহিলা মাদ্রাসায় আরও একটি অগভীর নলকুপ বসাবেন।