মধুখালী প্রতিনিধিঃ গতবছর ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধি ও বন্যার কারনে কামারখালী ইউনিয়নের রাজধরপুর স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ির সামনে ও ফুলবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহতাব হোসেনের মেহগনি বাগানের সামনে রাস্তা ভেঙ্গে যায়। ফলে মানুষের চলাচলে চরম দূর্ভোগ। সেই দিক বিবেচনা করে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) তার নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ইটের সুড়কি ও সিমেন্টের রাবিস এবং বালি দিয়ে মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ সড়কের রাজধরপুর ও ফুলবাড়ীর ভাঙ্গা দুটি রাস্তা অস্থায়ীভাবে মেরামত করে দিলেন। এরপর থেকে মানুষ সুন্দরভাবে হালকা যানবাহন নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছেন।