মধুখালী প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার গর্ব ফরিদপুর-১ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আব্দুর রহমান। তাই ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আরমান হোসেন (বাবু), মধুখালী উপজেলা যুবলীগের হেলাল হোসেন, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইনামূল হক মাহাবুব, আড়পাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সামসুল আলম মোল্যা সোনা, স্বেচ্ছাসেবকলীগের এস.বি. বাহার, ডুমাইন যুবলীগে জিল্লুর রহমান, কামারখালী ইউনিয়ন যুবলীগের ইকবাল হোসেন, তায়েব, ছাত্রলীগের হিরক চৌধুরী, রাজীব সাহা সহ আরো অনেকের আয়োজনে কামারখালী বাজার তায়েবের গদিঘরে ৯ই মার্চ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আব্দুর রহমান এর ৬৭তম জন্ম দিন কেক কেটে পালন করেন। সবশেষে তার জীবনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন।