বিশেষ প্রতিনিধি
প্রেসকাব যশোরের সদস্য যশোর শহরের পুরাতন কসবার মোশাররফ হোসেনের ছেলে সাংবাদিক আইয়ুব হোসেনের বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডাইরি করেছেন।
সোমবার ৮ মার্চ যশোর কোতয়ালি থানায় করা ডাইরিতে সে উল্লেখ করেছেন, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৭ মিনিটে তার বিকাশ একাউন্টে ২৪ হাজার ৫শ টাকা জমা হয়। এরপর বিকাশ একাউন্টের পিন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানতে পারেন তার বিকাশে ব্যালেন্স নেই। এরপর তিনি বিকাশের যশোর কাস্টমার কেয়ার অফিসে যান। তিনি তখন পিন নম্বর চালু এবং ব্যালেন্স জানতে চাইলে তারা কোন কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে ঢাকা অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপর তাদের পরামর্শ মোতাবেক ২৩ ফেব্রুয়ারি ঢাকা অফিসে দরখাস্ত করা হয়। গত ১৪ দিনেও বিকাশ কর্তৃপ কোন যোগাযোগ বা সদুত্তর দিতে পারেনি। বিকাশ কর্তৃপরে সহযোগিতায় প্রতারকরা তার বিকাশে জমাকৃত টাকা আত্মসাত করেছে বলে তিনি সাধারণ ডাইরিতে উল্লেখ করেছেন।