বিশেষ প্রতিনিধি॥ যশোর সদর উপজেলার যশোর ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে সিএনজি ইজিবাইক ষ্ট্যান্ডে জোর পূর্বক চাঁদাদাবি ও চাঁদার টাকা আদায়ের অভিযোগে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। এসময় আরো ৬ চাঁদাবাজসহ অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে শনিবার ২৭ ফেব্রুয়ারী সকালে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার ছাতিয়ানতলার আমীর হামজার ছেলে মাহামুদ হাসান, একই এলাকার মৃত আবুল হোসেন সরদারের ছেলে ওহিদুল ইসলাম, চুড়ামনকাটি গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাহাবুব হাসান দিপু। পলাতক আসামীরা হচ্ছে, ছাতিয়ানতলার মহাসিনের ছেলে শাহিন, মৃত জয়নাল আবেদিনের ছেলে শাহিন, হাসান, চুড়ামনকাটি গ্রামের আবুল, ছাতিয়ানতলার হুমায়ন ও দোগাছিয়া গ্রামের রন্টুসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
বাদী তার মামলায় বলেছেন, শুক্রবার ২৬ ফেব্রুয়ারী বিকেল গোপন সূত্রে খবর পান সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে সিএনজি, ইজিবাইক ষ্ট্যান্ডে কতিপয় ব্যক্তি সিএনজি ও ইজিবাইক চালকদের নিকট হতে জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে চাঁদার টাকা আদায় করছে। তবে সিএনজি ও ইজিবাইক চালকেরা ভয়ে অভিযোগ দিতে সাহস করেনা। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলামসহ ডিবি’র চৌকস অফিসার ও ফোর্স উক্ত স্থানে বিকেল সোয়া ৫ টার পর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা দৌড়ে পালানোর চেষ্টা চালালে ডিবি’র চৌকস টিম মাহামুদ হাসান, ওহিদুল ইসলাম ও মাহাবুব হাসান দিপুকে গ্রেফতার করে। এ সময় তাদের হাতে থাকা চাঁদা আদায়ের টালি খাতা ও চাঁদার ৮শ’ ৫০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা আসামীরা তাদের সহযোগী পলাতক আসামীদের নাম প্রকাশ করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। শনিবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করে।