জামাতার বিরুদ্ধে শ^শুরের মামলা
বিশেষ প্রতিনিধি॥ গৃহবধূ রুবিনা আক্তার রিয়া (২১) কে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর পিতা ময়মনসিংহ জেলার ধোপাউড়া থানার সোহাগী পাড়া গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে শহর আলী বাদি হয়ে শনিবার ২৭ ফেব্রুয়ারী মামলাটি করেন। মামলায় জামাতা যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে কাইয়ূম হোসেনকে আসামী করেছে।
শহর আলী তার দায়েরকৃত মামলায় বলেছেন, বিগত ৩ বছর পূর্বে তার মেয়ে রুবিনা আক্তার রিয়ার সাথে কাইয়ূম হোসেনের বিয়ে হয়। বিয়ের পর জামাতা কাইয়ূম হোসেন রিয়াকে মারপিটসহ নানা ভাবে নির্যাতন করতো। এমনকি রিয়াকে আত্মহত্যা করতে বলতো। বিষয়টি রিয়া তার পিতা শহর আলীকে জানালে সে জামাতা কাইয়ূম হোসেনকে নিষেধ করতো। তবে কাইয়ূম হোসেন শ^শুরের কথা কর্নপাত করতো না। গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কাইয়ূম হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী রুবিনা আক্তার রিয়াকে আত্মহত্যা করার কথা বললে সে স্বামীর কথা মতো ঘরের আড়ার সাথে শাড়ীর অংশ বিশেষ দিয়ে গলায় ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।