বিশেষ প্রতিনিধি॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা শনিবার ২৭ ফেব্রুয়ারী সকালে শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডস্থ সাদেক দারোগার মোড় এক ভাড়া বাড়ি হতে দুইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মিসেম পপি বেগম নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে। তিনি বেজপাড়া পিয়ারী মোহন রোড সাদেক দারোগার মোড় ওয়ার্ড নং ৯ মৃত আনছার আলীর মেয়ে ও মিন্টু মোল্যার স্ত্রী এবং জনৈক মাহবুবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য বিভাগের উপ-পরিদর্শক শেখ আকবর হোসেন জানান, শনিবার ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে উক্ত ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় পপি বেগমের ঘরের মধ্যে কক্ষে তোষকের উপর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করেন। #