মহেশপুর পৌরসভা নির্বাচন॥ কে হবেন নগরপিতা?

0
226

 

মহেশপুর , ঝিনাইদহ থেকে মোঃ আজাদ॥ ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচন। কে হবে এ পৌরসভার নগরপিতা? তবে নির্বাচন সুষ্ঠু হলে প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থীই আশাবাদী নির্বাচনে জয়লাভ করার।

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনি হাওয়া। সেই সাথে পৌরবাসী হিসাব নিকাশ করছে কে হবে এ পৌরসভার পৌর পিতা। আসন্ন মহেশপুর পৌরসভা নির্ববাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দারে দারে উপস্থিত হয়ে নিজেদেরকে তুলে ধরছেন যোগ্য প্রার্থী হিসাবে। সব মিলিয়ে জমে উঠেছে মহেশপুর পৌরসভা নির্বাচন।

২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পৌর নির্বাচনে ১১টি কেন্দ্রে ২২ হাজার ৪’শ ৫০ জন ভোটার তাদের ভোটাধীকার ভোট দেবন। মহেশপুর পৌরসভার মেয়র পদে ভোটের মাঠে নেমেছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন, বিএনপি’র মনোনিত ধানের শীষ প্রতিকের আমীরুল ইসলাম খাঁন চুন্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোনোনিত হাত পাখা প্রতিকের তাহাবুর রহমান ও সতন্ত্র নালিকেল গাছ প্রতিকের গোলাম মোস্তফা (কিরন)।

তবে জনসমর্থনে এগিয়ে রয়েছেন গত পৌর নির্বচনে নির্বাচিত সফল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন। গত নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ সাধারণ জনগণের পাশেই আছেন।

পৌরবাসী মনে করছেন এ নির্বাচনে আব্দুর রশিদ খাঁন, আমীরুল ইসলাম খাঁন চুন্নু ও গোলাম মোস্তফা (কিরন) এর মধ্যে প্রতিদন্দি হবে। মহেশপুর পৌরসভা নির্ববাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন বিপুল ভোটে জয় লাভ করার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছে পৌরবাসী।

এবারই প্রথম ইভিএম মেশিনে আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here