বিশেষ প্রতিনিধি॥ মঙ্গলবার যশোর নড়াইল সড়কের ফতেপুর গ্রামস্থ দাসপাড়া এলাকায় তেলের লরী ধাক্কায় মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান মুকুল (৩৫) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। তেলের লরীর অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন নিহত যুবকের আত্মীয় যশোর সদর উপজেলার নুরপুর খয়েরতলা গ্রামের জালাল উদ্দিন।
তিনি মামলায় বলেছেন, মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকালে সদর উপজেলার ঘুনি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান মুকুল তার ব্যবহৃত এ্যাপাচী আরটিআর মোটর সাইকেল (যশোর ল- ১২-৬৬৪০) যোগে যশোর শহরের প্রয়োজনীয় কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিল। বিকেল ৫ টার পরপর ফতেপুর গ্রামস্থ দাসপাড়া এলাকায় পৌছালে বিপরীত মুখী বেপরোয়া গতি সম্পন্ন একটি তেলের লরী নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল আরোহী মুকুলকে সামনে থেকে স্বজোরে ধাক্কা দেয়। তেলের লরীর পিছনে চাকার তলে পড়ে মুকুল পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। দ্রুতভাবে তেলের লরী চলে যায়।