বিশেষ প্রতিনিধি॥ র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার বিকেলে বেনাপোল পোষ্ট অফিসের পুর্ব দিকে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইব্রাহীম হোসেন ওরফে সুমন নামে এক যুবককে একশ’ পঞ্চান্ন পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবের বেড় গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, বুধবার ২৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫ টায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১শ’ ৫৫ পিস ইয়াবাসহ ইব্রাহীম হোসেন সুমনকে গ্রেফতার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করেন। #