যশোরের বাঘারাপাড়ার টিটোর হত্যা কান্ডে জড়িতদের জামিন না দিতে প্রশাসনের হস্তপে পরিবারের

0
182

 

বিশেষ প্রতিনিধি॥ ১৫ দিন বয়সের কন্যা সন্তান কোলে নিয়ে স্বামী হত্যার বিচার এবং সকল আসামিদের আটকের দাবি করেছেন খালেদুর রহমান টিটোর স্ত্রী রোশনারা বেগম। একই সাথে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই মামলার প্রধান আসামি দিলু পাটোয়ারীকে জামিন না দেয়ার জন্য প্রশাসনের হস্তপে কামনা করা হয়েছে। মঙ্গলবার প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি

এসময় উপস্থিত ছিলেন নিহত টিটোর তিন বছর বয়সের ছেলে রিফাত হোসেন, নিহতের পিতা মোন্তাজ মোল্যা, তার স্ত্রী রোশনারা খাতুন, প্রতিবেশি চান মিয়া, আবুল কালাম আজাদ, মশিউর রহমান, বদর উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নিহতের চাচা ইন্তাজ আলী বলেন, টিটো জহুরপুর ইউনিয়ন তরুণ লীগের সভাপতি ছিলেন। গত ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের পরে কর্মী ও এজেন্ট ছিলেন। এতে দলের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী তার উপর ীপ্ত হন। এক পর্যায় ৯ ডিসেম্বর সন্ধ্যার পরে দিলু পাটোরীর নির্দেশে তার ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে হামলা চালিয়ে টিটোকে মারপিট করে আহত করা হয়। আহত টিটোকে প্রথমে যশোর এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় নিহতের ভাই বদর উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় ১৭জনকে আসামি করা হয়। এর মধ্যে হত্যাকা-ে নেতৃত্ব দেয়া দিলু পাটোয়ারী ও তার ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীসহ কয়েকজন জেলহাজতে আটক রয়েছেন। কয়েকজন এখনো আটক হয়নি। এ হত্যা মামলার বিচারিক কাজ শেষ না হওয়া পর্যন্ত কারগারে আটক আসামিদের জামিন না দিতে প্রশাসনের হস্তপে কামনা করেন তিনি। এছাড়া সংবাদ সন্মেলনে এলাকার আরো অনেক গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here