প্রদীপ বিশ্বাস, বাঘারপাড়া॥ বাঘারপাড়ায় ৮ দলীয় কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক কর্মসূচির আওতায় বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে এ খেলার ফাইনালে প্রতিদ্ধীতা করেন বাঘারপাড়া পাইলট স্কুল ও বাঘারপাড়া সিদ্দীকীয়া ফাজিল মাদ্রসা। খেলায় ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। অনুষ্ঠানে সভাপত্বি করেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঘারপাড়া ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন, বাঘারপাড়া শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেন, ফুটবল প্রশিক্ষক ওলিয়ার রহমান। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক শামসুর রহমান, আবুল কামাল আজাদ, শরিফুল ইসলাম সাবেক ক্রীড়া শিক্ষক আব্দুল হাকিম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে মাধ্যমিক পর্যায়ে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্ধোধণ করা হয়।