ফুলতলা প্রতিনিধি॥ ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামে গত সপ্তাহে দূর্ধর্ষ চুরি, চোরেরা ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়, থানায় মামলা। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। মামলার এজাহারসুত্রে জানা যায়, পায়গ্রাম কসবা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ সালমা সুলতানা (৪৯) গত ১৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টায় বাড়ির পাশ্ববর্তী হিরু কাজীর বাড়িতে ওয়াজ মাহফিল শুনতে যান এবং রাত ১০ টার সময় বাড়িতে এসে ঘরের জিনিসপত্র এলামেলো অবস্থায় দেখতে পান। উল্লেখিত সময়ের মধ্যে চোরেরা ডাইনিং রুমের জানালার গ্রীল কেটে ও ঘরের দরজা ভেঙে শোকেসের ড্রয়ারের মধ্যে থাকা নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার যার আনুমানিক মুল্য ৯ লক্ষ ১০ হাজার টাকাসহ সর্বমোট ১০ লক্ষ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে মোছাঃ সালমা সুলতানা গত ১৬ ফেব্রুয়ারী বাদি হয়ে ফুলতলা থানায় চুরি মামলা (নং- ০৭) দায়ের করেন। থানা পুলিশ এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারে নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, আসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।