তালার মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আব্দুল হালিম টুটুলের গনসংযোগ

0
254

 

পাটকেলঘাটা প্রতিনিধি॥ তালা উপজেলার ৮নং মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রভাষক শেখ আব্দুল হালিম টুটুল প্রচার প্রচারনা চালাচ্ছেন বেশ জোরে শোরে। ১১ই এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষনার পর সেই প্রচারনা আরও বেগবান হয়েছে। আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা পরিবার থেকে উঠে আসা প্রভাষক টুটুল এবার চেয়ারম্যান প্রার্থী। তিনি গরীব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। গত দুদিন তিনি মাগুরা, বলরামপুর, মাদরা এলাকায় গনসংযোগ করেন।

তিনি বর্তমানে তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সদালাপী হাস্যউজ্জল প্রভাষক শেখ আব্দুল হালিম টুটুল চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউনিয়নের প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় গনসংযোগ সভা সমাবেশ চালিয়ে ভোটার কর্মি সমর্থকদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনিতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে দলকে নেতৃত্ব দিয়েছেন। মাগুরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here