আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে এক করোনা আক্রান্ত রোগিকে করোনা মুক্ত ঘোষণা করে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোদন্ডায় পৌছে রোগির বাড়ির লকডাউন তুলে নেওয়া হয় এবং তাকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
করোনা আক্রান্ত কোদন্ডা গ্রামের ডাবলু মোল্যা লকডাউনে থাকার পর পরপর ২ টি করোনা রিপোর্ট নেগেটিভ আসায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক তার বাড়ি থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা লকডাউন উঠিয়ে নেয়ার ঘোষণা ও উপহার সামগ্রী হস্তান্তর করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার তার করোনামুক্ত সনদ তুলে দেন।