এম এম নুর আলম, আশাশুনি থেকে : কালিগঞ্জ থেকে জব্দকৃত প্রায় ৪৮ মেট্রিকটন সরকারি গম মাড়াই করে আদালতের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৬ টি ইউনিয়নে ৬ হাজার পরিবারের মাঝে বিতরণ করার অংশ হিসাবে সোমবার আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে ১২ শত পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১৪ কেজি করে আটা প্রদান করা হয়।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আবু হেনা সাকিল, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায় সহ সাংবাদিকবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু উপস্থিত ছিলেন।