অলোক রায়, মহম্মদপুর থেকে : মাগুরা মহম্মদপুরে জাহান হোমিও কমপ্লেক্সের আয়োজনে করোনা প্রতিরোধক বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মহম্মদপুর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এ জি এম রেজাউল করিম এর হাতে আর্সোনিক এ্যাল্ব ৩০ নামের হোমিও করোনা ভাইরাস প্রতিরোধক ঔষধ ৬৮ টি পরিবারের জন্য বিতরণ করেন, মাগুরা হোমিও মেডিকেল কলেজের প্রভাষক ডা. মতিউল ইসলাম।
তিনি জানান এ ছাড়া একই দিনে উপজেলার বড়রিয়া ও গোপালপুর গ্রামের দরিদ্র ৫ শত জন লোকের মাঝে নিজ হাতে আর্সোনিক এ্যাল্ব ৩০ নামের করোনা প্রতিরোধক বিনা মূল্যে বিতরণ করেন। মহম্মদপুরের বড়রিয়া পূর্বপাড়া ফকির বাড়ীর কৃতি সন্তান ডাঃ মতিউল ইসলাম করোনা মহামারীর এই দূর সময়ে সমাজের দরিদ্র মানুষের পাশে থেকে মানব সেবাই নিয়োজিত রয়েছেন।