আজাদ, মহেশপুর থেকে : ৩ দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুরে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার মান্দারবাড়িয়া ইউপির শংকরহুদা গ্রামের রাজু আহম্মেদ করোনায় শনাক্ত হয়েছে। সে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। রাজু আহম্মেদ (৩০) জানান, তার হালকা কাঁশি ও গলাব্যথা আছে। মঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। এ নিয়ে মহেশপুরে মোট ৪ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মহেশপুর হাসপাতালের ইউএচএন্ডএফপিও ডা. আঞ্জুমানারা বেগম জানান, গত ২ দিন আগে সে মহেশপুর হাসপাতালে এসে করোনা টেস্টের জন্য নমুন দিয়ে যায়। ডাক্তার তার নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায়। মঙ্গলবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি আরো জানায় সে ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ে সার্ভিস অফিসার পদে চাকুরি করেন। সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার বাড়িসহ সংস্পর্শে আশা ব্যক্তিদের বাড়িও লক ডাউন করা হয়েছে।