ফুলতলা প্রতিনিধি : মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর ১৬তম, ১৭তম (বয়েজ শাখা) এবং ৬ষ্ঠ (গার্লস শাখা) ব্যাচের ক্যাডেটবৃন্দ ২০২০ সালের এসএসসি পরীায় তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
অত্র প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকারী ১৮০ জন ক্যাডেটের (বয়েজ ক্যাডেট ১২৫ জন এবং গালর্স ক্যাডেট ৫৫ জন) মধ্যে কৃতিত্বের সাথে শতভাগ পাশসহ ১৮০ জন এ+ গ্রেড অর্জন করেছে। পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, ওএসপি, এসইউপি,আরসিডিএস, পিএসসি, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, অধ্যক্ষ, ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজজামান, বিপি, এনডিসি, পিএসসি সহ উপাধ্যক্ষ, সংশ্লিষ্ট সকল অফিসার, শিকমন্ডলী, ক্যাডেট এবং অভিভাবকবৃন্দকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।