এম এম নুর আলম, আশাশুনি থেকে : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার তারা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম হাজরাখালি ভেড়িবাধ পরিদর্শন করেন। তারা বাঁধের অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং এলাকার অসহায় মানুষের সহায়তা প্রদানসহ তাদের ক্ষয়ক্ষতি পূরনে সরকারের সদিচ্ছার কথা অবহিত করেন।
এসময় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা ওয়াহেদ পারভেজ, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।