এম আর রকি : কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজন ইন্টার্ন চিকিৎসকসহ তিনজন চিকিৎসক, একজন নার্স রয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ শনিবার ১৬ মে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে যশোর জেলায় গত ১০ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত ৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
তিনি আরো জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৩৯টি রিপোর্ট প্রদান করেন। তার মধ্যে ১১টি পজিটিভ এসেছে। ১১জনের মধ্যে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত একজন ইন্টার্ণ চিকিৎসক, প্রসূতী বিভাগে কর্মরত একজন সেবিকা, যশোর মাতৃ কল্যাণ কেন্দ্রের একজন চিকিৎসক ও বাঘার পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। এছাড়া, ১১ জন পজিটিভের মধ্যে ৬জন পুরুষ ও ৫ জন নারী। তিনি আরো জানান, নতুন করে ১১ জন আক্রান্ত ছাড়াও ১জনের ডবল পজিটিভ, ৬জন ফলোআপ পজিটিভ এসেছে। দিন দিন যশোর সদরে করোনা ভাইরাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেকের মধ্যে আতংক বিরাজ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় না রেখে দিন দিন বাজার শপিং মলে ভীড় করায় জেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের লোকজন সর্তকর্তা জারি করলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।