মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দ্বীপ এক কলেজ ছাত্রীর সাথে অসমাজিক কার্যাকলাপের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। দ্বীপ মনিরামপুর সরকারি কলজে শাখা ছাত্রলীগের আহবায়ক এবং ব্রাহ্মনডাঙ্গা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
বুধবার দুপর ২টার দিকে পৌর এলাকার মোহনপুর গ্রামের একটি ছাত্রবাস থেকে ওই কলেজ ছাত্রীসহ পুলিশের হাতে আটক হয়। আটক কলেজ ছাত্রী কলেজ শিক্ষক দম্পতির মেয়ে।
থানার ওসি রফিকুল ইসলাম জানান, অসামাজিক কার্যাকলাপের অভিযোগে তাদের একটি ছাত্রাবাস থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে তিনি জানান।