বাঘারপাড়া প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে যশোরের বাঘারপাড়া উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাজুরা বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম, খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা,খাদ্য পরিদর্শক নুরে আলম সিদ্দিকী, রুপালী ব্যাংক খাজুরা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান।
বাঘারপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ২৯৫ মেট্রিকটন ধান ও ২ হাজার ৪২৪ মেট্রিকটন সিদ্ধ চাল ক্রয়ের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ৩৬হাজার৯শ৭ জন বোরো চাষী হতে প্রাথমিক ভাবে লটারির মাধ্যমে ১ হাজার ১৫০ জন নির্বাচিত কৃষকের কাছ থেকে ২ টন করে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।