বিশেষ প্রতিনিধি : করোনা প্রতিরোধে শারীরীক দূরত্ব বজায় রেখে ও নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার শর্তাবলী সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেছে যশোরের পুলিশ। বুধবার বিকেলে যশোর শহরের গোহাটা রোডস্থ সিটি প্লাজা হতে লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এ সময় পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরনের কার্যক্রম শহরের বিভিন্ন স্থানে চালানো হয়।