চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের জেএমএসকে কলেজের সামনে এই খাদ্য সহায়তা বিতরন করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো, জগদীশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মন্টু প্রমুখ।