বিশেষ প্রতিনিধি : গভীর রাতে যশোর শহরের নীলগঞ্জ সুপারী বাগান মাহাতাপ উদ্দিন মুন্নার বাড়ির ভাড়াটিয়া জুয়েল রানা নামে এক যুবকের মোটর সাইকেল চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি কোতয়ালি মডেল থানায় চুরি সংক্রান্ত ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।
মাগুরা জেলার শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রামের বাসিন্দা বর্তমানে যশোর শহররের নীলগঞ্জ সুপারী বাগান এলাকার জনৈক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া মোকলেচুর রহমানের ছেলে জুয়েল রানা কোতয়ালি মডেল থানায় রোববার অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেছেন, তার লাল কালো রংয়ের হ্যাংক মোটর সাইকেল উক্ত ভাড়া বাড়ির সিড়ি ঘরের নীচ তলায় তালা মেরে রেখে দেয়। রাতে পরিবারের সাথে ঘুমিয়ে পড়ার পর রাত ১০ টা হতে ভোর ৪ টার মধ্যে যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা মোটর সাইকেলের তালা ভেঙ্গে ও খুলে কৌশলে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ উক্ত বাড়িতে তদন্ত করতে যায়।