আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
শনিবার সন্ধ্যায় তিনি ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় জনগণকে সচেতন করার লক্ষ্যে আমি দিন-রাত কাজ করে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে মধ্যবিত্ত ও অসহায় মানুষ যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য আমি বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ সানা, যুবলীগ নেতা এম এম সাহেব আলী প্রমুখ তার সাথে ছিলেন।