রক্তঝরা মে
-মৃন্ময় মণ্ডল
8 HOURS WORKS,8HOURS REST AND 8 HOURS PLAY
—THE SLOGAN OF THE MAY DAY WORKERS
নায্যতার জন্য রক্তপাত প্রতিবাদের ঊর্ধমুখি হাত
কখনো যায় না থেমে,কখনো করে না নতমুখ আত্মসমার্পণ
যতই খুঁড়ে ফেলো মাটি, যতই ক্রেনে তুলে ফেলো লেনিন
রক্তমাখা ইতিবৃত্ত অন্ত:সত্ত্বা সমুদ্রের মতো ফুঁসে ওঠে বারবার।
এখনো কত ছলাকলা! সভ্যতা ভেঙে করো চুরমার
বিকৃত উল্লাসে খেলো হোলি, দুর্বৃত্ত এখনো কেড়ে নেয়
শ্রমের ফসল। এখনো লুটিয়ে পড়ে কালো মানুষ
শ্বেত সন্ত্রাসে।
তোমরা চতুরালি, গোপনে ইতিহাসের পাতা ফেলো ছিড়ে।
নারীর সম্ভ্রমকাড়া দুর্বৃত্তের মতো
তোমরা বসন্তকে করেছো কলঙ্কিত
একটি নির্মল নিষ্পাপ সুন্দর সকালে
খুনি রাইফেল রক্ত ঝরালো নায্যতার মিছিলে।
কিছু অমানুষের স্বৈরাচারী ভোগলালসার বিরুদ্ধে
সভ্যতার ভূমিপুত্রের জীবনবাজি প্রতিবাদ
অকস্মাৎ ভয়ানক গর্জন আগ্নেয় হায়েনার
মানুষের মিছিল হলো রক্তের সাগর।
প্রতি সহিদের সমাধিতে প্রতিদিন রক্তগোলাপ ফোঁটে
পৃথিবী শিখে নেয়—————————
প্রতিবাদী জীবন জীবনের জন্যে বার বার জেগে ওঠে
প্রতিবাদী মানুষ মানুষের জন্যে বার বার ফুঁসে ওঠে।